EIIN- 106062

01712558435

hbjhcollege106062@gmail.com

EIIN- 106062

01712558435

hbjhcollege106062@gmail.com

প্রচ্ছদ / প্রতিষ্ঠান সম্পর্কে

সমাজে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে নি:স্বার্থে মো: সামছুল হক সাহেব  ১৩ একর জমির উপর একে একে গড়ে তুলেন ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এক বিশাল শিক্ষা কমপ্লেক্স। মাসুম বিল্লাল মেমোরিয়াল দাখিল মাদ্রাসা, বেগম জাহানারা হক বালিকা উচ্চ বিদ্যালয়, সামছুল হক কলেজ এবং হায়দরাবাদ বেগম জাহানারা হক ডিগ্রি কলেজ। প্রতিটি প্রতিষ্ঠানই আজ দেশব্যাপী সুপ্রসিদ্ধ। ঈর্ষনীয় ফলাফলের কারণে হয়ে উঠেছে ঐতিহ্যবাহী।

 হায়দরাবাদ বেগম জাহানারা হক ডিগ্রি করেজটি প্রতিষ্ঠাতা দানবীর মো. সামছুল হক সাহেবেরে স্ত্রী মহিয়সী নারী বেগম জাহানারা হক এর নামে ১৯৯৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তৎকালনি সময়ে বি.এ, বি.এস.এস, ও বি.কম (পাস) কোর্স নিয়ে কলেজটি শুরূ হয়।  অত্যন্ত মেধাবী, কর্মদক্ষ এবং পরিশ্রমী শিক্ষকমন্ডলীর নিরলস পরিশ্রম, অভিজ্ঞ পরিচালনা পরিষদ, মেধাবী ছাত্র-ছাত্রী এবং সর্বেপরি একজন বিচক্ষণ, অভিজ্ঞ ও দক্ষ অধ্যক্ষের পরিচালনার কারণে কলেজটি প্রতিবছর ভাল ফলাফলের কারণে আজ সর্বজনবিদিত ও প্রসিদ্ধ একটি শিক্ষা প্রতিষ্ঠানে রূপ লাভ করেছে। 

কলেজটিতে ২০০২ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি     ( ব্যবসায় ব্যবস্থাপনা) কোর্স চালু করা হয়। ২০০২ সালে ডিগ্রি শাখায় পূর্ণতা আনার লক্ষ্যে বি.এস.সি (পাস) কোর্স চালু করা হয় এবং ২০০৬ সালে কর্মজীবী ও খন্ডকালীন ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করে বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এইচএসসি ও বিএ/বিএসএস প্রোগ্রাম চালূ করা হয়। সব মিলিয়ে হায়দরাবাদ বেগম জাহানারা হক ডিগ্রি কলেজটি অতি অল্প সময়ের মধ্যেই নিজ গুনাবলীর কারণে আজ একটি সফল ও পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত।

Creating Document, Do not close this window...